1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
চিরনিদ্রায় শায়িত হলেন ভেড়ামারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আতিকুর রহমান ফুলপুরে লাইসেন্সবিহীন ৪ ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা কাউখালীতে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত গজারিয়ায় ২৮কেজি গাঁজাসহ আটক-১, পিকআপ ভ্যান জব্দ নলছিটিতে জিয়া সাইবার ফোর্সের উপজেলা ও পৌর কমিটি গঠন রাজাপুরে নাগরিক কমিটির সদস্যদের ভয়ভীতি ও তাদের বিরুদ্ধে অপ্রপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিগত ১৬ বছরে রাষ্ট্র কাঠামোগুলোকে ধংস করেছে… ইঞ্জিনিয়ার রেজাউল করিম জিগীষা মানবিক পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু গলাচিপায় ৪৬তম বিজ্ঞান মেলার উদ্বোধন কাউখালীতে জেলেদের মাঝে গরু বিতরণের অনুষ্ঠান হলেও গরু বিতরণ করা হয়নি

মুন্সীগঞ্জে শীর্ষ মাদক সম্রাট ১৫টি মামলার আসামি গ্রেপ্তার করেছে র‍্যাব-১১

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ সদর নতুনগাঁও এলাকা থেকে শীর্ষ মাদক সম্রাট এবং বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা-হত্যাসহ ১৫ টি মামলার দীর্ঘদিন পলাতক আসামী শাহীন ওরফে ভেলকা শাহীন (৪৮)’কে গ্রেফতার করেছে র‍্যাব-১১ চৌকস বাহিনী। গ্রেফতারকৃত হলেন, ১৫ টি মামলার দীর্ঘদিন পলাতক আসামী শাহীন ওরফে ভেলকা শাহীন (৪৮), পিতা- খোকন মিয়া, সাং- পূর্ব শিলমন্দির, সদর মুন্সীগঞ্জ।নারায়ণগঞ্জ র‍্যাব-১১ সিপিসি-১, মেজর উপ-পরিচালক অনাবিল ইমাম কোম্পানি কমান্ডার গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল অদ্য ১৮ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন নতুনগাঁও (মূলধারার জেলা তাবলীগ মারকাজ মসজিদ) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জেলার শীর্ষ মাদক সম্রাট এবং বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা-হত্যাসহ ১৫ টি মামলার দীর্ঘদিন পলাতক আসামী শাহীন ওরফে ভেলকা শাহীন কে গ্রেপ্তার করা হয়।তথ্য সূত্র ও এজাহার পর্যালোচনায় জানা যায় যে, শাহীন ওরফে ভেলকা শাহীন (৪৮) সহ অন্যান্য আসামীরা দেশীয় ও বিদেশী বিভিন্ন অস্ত্র-সন্ত্র, ককিস্টিক, লোহার রড, এসএস পাইপ, রাম-দা, চাপাতি, চাইনিজ কুড়াল ও ককটেল নিয়ে স্বৈর শাসক শেখ হাসিনার পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ছাত্র ও জনতার উপর হত্যার উদ্দেশ্যে হামলা, ত্রাস ও আতংক সৃষ্টি লক্ষে গত ০৪ আগষ্ট ২০২৪ ইং তারিখ সকাল অনুমান ১০০০ ঘটিকার সময় মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন কৃষি ব্যাংক সংলগ্ন রাস্তার উপর সমবেত হওয়া বৈষম্য বিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ কর্মসূচির উপর হামলা করে। শাহীন ওরফে ভেলকা শাহীন (৪৮) সহ অন্যান্য আসামী বৈষম্য বিরোদী ছাত্র-জনতা আন্দোলনকে প্রতিহত করার জন্য এলোপাতাড়ি ভাবে গুলি বর্ষণ করে। ছাত্র-জনতাকে ছত্রভংগ করার লক্ষে তাদের হাতে থাকা ককটেল নিক্ষেপ করে আতংক সৃষ্টি, বিভিন্ন দোকানপাট ও অফিস ভাংচুর করে। আসামী ও তার সহযোগীরা বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ছাত্র-জনতার উপর হত্যার উদ্দেশ্যে হামলা করে তাদের হাতে থাকা দেশীয় ও বিদেশী বিভিন্ন অস্ত্র-সন্ত্র, ককিস্টিক, লোহার রড, এসএস পাইপ, রাম-দা, চাপাতি, চাইনিজ কুড়াল ও ককটেল বিস্ফোরন ঘটিয়ে গুরুত্বর জখম করে।উক্ত ঘটনাতে জনৈক রিয়াজুল ফরাজী মৃত্যু বরণ করে। উক্ত ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মুন্সিগঞ্জের সদর থানায় শাহীন ওরফে ভেলকা শাহীন (৪৮) সহ আসামীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-২/৩২১ তারিখ ২০/০৮/২০২৪, ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৪৪৭/৪৪৮/৪২৭/১১৪ পেনাল কোড ১৮৬০ তৎসহ ৩/৪ বিস্ফোরক উপাদানাবলী আইন ১৯০৮। মামলাটি রুজু হওয়ার পর থেকে পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর চৌকস আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন নতুনগাঁও (মূলধারার জেলা তাবলীগ মারকাজ মসজিদ) এলাকায় অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লেখিত আসামী শাহীন ওরফে ভেলকা শাহীন (৪৮), পিতা- খোকন মিয়া, সাং- পূর্ব শিলমন্দির, থানা- সদর, জেলা-মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সিগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓