1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
নাজিরপুর এলজিইডিতে দুদকের অভিযান পিরোজপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন নেছারাবাদে দুই স্কুলের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন কাউখালীতে কীটনাশকের অপপ্রয়োগ রোধে কীটনাশক বিক্রিতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারার চাঁদগ্রাম গোরস্থান জামে মসজিদে জরুরী ভিত্তিতে একজন ইমাম নিয়োগ দেয়া হবে কাউখালীতে কায়েদ ছাহেব হুজুরের ১৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা পিরোজপুরে রিক আয়োজিত জেন্ডার ইস্যুতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কাউখালীতে এক লাখ চিংড়ির রেণু পোনা জব্দ মুন্সীগঞ্জ উত্তর ইসলামপুর মধ্যেপাড়া ঐক্য সংগঠনের মত বিনিময় সভা অনুষ্ঠিত

রাঙাবালী পর্যটক সম্ভাবনা চরহেয়ার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

ফিরোজ ফরাজী (রাঙ্গাবালী) পটুয়াখালী প্রতিনিধিঃ

ঝাউবাগান, বিস্তীর্ণ জলরাশি,রঙ-বেরঙের অতিথি পাখির কোলাহল,পাখা মেলে মুক্ত আকাশে ওড়াউড়ি আর সমুদ্রের জলে খুনসুটি। সাদা বক,বালিহাঁস,পানকৌড়ি ও গাংচিলসহ নানা পাখির অবাধ বিচরণ। গর্ত থেকে বের হয়ে আবার ঢুকে পড়া, এমন লুকোচুরিতে ব্যস্ত লাল কাঁকড়া। কখনো আবার দল বেঁধে বালুময় দ্বীপে ছুটোছুটি। এসবের পাশাপাশি সৈকতে দাঁড়িয়ে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত। প্রকৃতির এমন মনোমুগ্ধকর দৃশ্যের দেখা মেলে পটুয়াখালীর রাঙ্গাবালীর চর হেয়ার তথা অপরূপ সৌন্দযের্র লীলাভূমি ‘হেয়ার আইল্যান্ড।তিনদিকে নদী ও একদিকে বঙ্গোপসাগরের কোলঘেষা এই দ্বীপ স্থানীয়দের কাছে পরিচিত ‘চর হেয়ার’ নামে।

গুগল ম্যাপে যার নাম ‘হেয়ার আইল্যান্ড। রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ থেকে ৫ কিলোমিটার দূরে এর অবস্থান। ডিম্বাকৃতির এই দ্বীপের সৌন্দর্য আকৃষ্ট করবে যে কোন পর্যটককে। বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার এই দ্বীপের সৌন্দর্য যে কোন ভ্রমণপিপাসু, পর্যটকের নজর কাড়বে।

সূর্যোদয়-সূর্যাস্ত, সবুজ বনায়ন, দীর্ঘ সমুদ্র সৈকত, অতিথি পাখির কোলাহলসহ নৈসর্গিক সৌন্দর্য্যে ভরপুর দ্বীপটিতে যেন কমতি নেই কোনোকিছুর। এটা হতে পারে পর্যটনের নতুন আকর্ষণীয় স্পট। পর্যটকরা বলছেন, পরিকল্পিত উন্নয়নে দক্ষিণাঞ্চলের পর্যটন শিল্পে ‘হেয়ার আইল্যান্ড’ নতুন দিগন্তের সূচনা করতে পারে। বিদেশি পর্যটকদের জন্য থাইল্যান্ডের ফিফি আইল্যান্ড কিংবা ইন্দোনেশিয়ার বালি দ্বীপের মতো করে সাজানো যায় এই দ্বীপকে।

প্রাকৃতিক সৌন্দর্য্যে কক্সবাজার, কুয়াকাটা কিংবা সুন্দরবনের চাইতে কোন অংশেই কমতি নেই এই দ্বীপের। এ দ্বীপে আসলে বিশেষ সময়ে দেখা মিলতে পারে বন্য হরিণেরও। হেয়ার আইল্যান্ড ছাড়াও নয়নাভিরাম সৌন্দর্যে ঘেরা এই উপজেলার সোনারচর, জাহাজমারা ও তুফানিয়া নিয়ে পর্যটন জোন করা হলে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে পারবে। দক্ষিণাঞ্চলে পর্যটন শিল্পে যুক্ত হবে নতুন এক দিগন্ত।এখানে ঘুরতে এসে মুগ্ধ পর্যটকরা বলেন, এখানের প্রকৃতিক সৌন্দর্য দেখতে ভালো লাগছে। ঘুরে দেখার মতো অনেক কিছু রয়েছে এখানে। প্রকৃতিও দেখতে বেশ সুন্দর।

এখানকার অতিথি পাখি, লাল কাঁকড়া আমাদের মুগ্ধ করেছে। এখানে সূর্যাস্ত ও সূর্যোদয় এক সঙ্গে দেখা যায়। এ ছাড়া চর হেয়ার হচ্ছে বনাঞ্চলে ঘেরা খুবই অনিন্দ্য সুন্দর একটি এলাকা।বাংলাদেশ ট্যুরিজম বোডের্র প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের জানান, উপকূলীয় এলাকার পর্যটন শিল্পের উন্নয়নে মাস্টারপ্লান হাতে নেওয়া হয়েছে। জলপথে বেসরকারি উদ্যোগে কক্সবাজার থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত পর্যটকদের আসা-যাওয়ার ব্যবস্থা করা হবে।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান বলেন, এ অঞ্চলের পর্যটন শিল্পের উন্নয়নে কর্মপরিকল্পনা গ্রহণ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।যেভাবে যাবেনঃ দ্বীপটিতে যাওয়ার একমাত্র মাধ্যম রাঙ্গাবালী থেকে ২০ কিলোমিটার আর চরমোন্তাজ থেকে ৫ কিলোমিটার নৌপথ। ঢাকা থেকে আসতে চাইলে সদরঘাট থেকে রাঙ্গাবালীর চরমোন্তাজগামী লঞ্চে আসতে পারেন। চরমোন্তাজ পৌছে সেখান থেকে স্পিডবোট বা ট্রলারযোগে ‘হেয়ার আইল্যান্ড’ পৌঁছাতে হবে।কোথায় থাকবেনঃ রাত্রিযাপনের জন্য উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে তাঁবুতে থাকা যাবে। তাঁবুর ব্যবস্থা করবে সোনারচর ট্যুরিজম অ্যাসোসিয়েশন। খাওয়াদাওয়ার ব্যবস্থা করে নিতে হবে তাদের মাধ্যমে। ভ্রমনের তথ্যঃ *সাগরের মাঝে হলেও দ্বীপটিতে মোবাইল ফোন নেটওয়ার্ক রয়েছে। ফলে যোগাযোগের কোনো সমস্যা নেই।*টিউবওয়েল,ওয়াশরুম ও শৌচাগারের সুন্দর ব্যবস্থাও রয়েছে দ্বীপটিতে। *আবহাওয়া ও নিরাপত্তার জন্য উপজেলা প্রশাসন পরামর্শ নিতে হবে এবং রাঙ্গাবালী পর্যটন সেবা উন্নয়ন ব্যবস্থাপনা (নিরাপত্তা) কমিটির সাধারণ সম্পাদক আইয়ুব খানের সাথে যোগাযোগ করতে পারেন।*দ্বীপটিতে একটি দোকান রয়েছে। শুকনা খাবার, পানি ও প্রয়োজনীয় জিনিস সেখানেই কিনতে পারবেন।*পলিথিন ও প্লাস্টিকের পণ্য ব্যবহার করা যাবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓