কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে ২৭শে জানুয়ারি সোমবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আব্দুল্লাহ মোঃ ইব্রাহিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান ফারুক, ফুলপুর থানার তদন্ত ওসি মোঃ আজহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হুমায়ূন কবির, প্রাণী সম্পদ কর্মকর্তা তারেক আহমেদ, সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমান হক, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মফিদুল ইসলাম, ইউপিতে দায়িত্বে থাকা প্রশাসকগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। বক্তব্যে উল্লেখ করে বলেন, যানজট নিরসন সহ আইনশৃঙ্খলার বিশৃঙ্খলা যেন না ঘটে সেজন্য বিভিন্ন বিষয়ে সব সময় নজর রাখতে হবে। এছাড়াও বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন রোধ করতে মহিলা বিষয়ক কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের দায়িত্বরত প্রশাসক ও ইউপি চেয়ারম্যানগনের এ বিষয়ে নজরদারি বাড়াতে হবে। আপাতত ফুলপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো।