কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আমরাজুড়ি ফেরিঘাট এলাকায় অসহায় দুস্হ শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এতে অতিথি উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ বাহাউদ্দীন পলিন,সদস্য শাহ ইমরান ফারুক, আমরাজুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলিম, বিএনপি নেতা ইকবাল হোসেন সহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।