কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ ইসলামী কমপ্লেক্স নুরানী, হেফজ ও কওমী মাদ্রাসার দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় মাদ্রাসার খেলার মাঠে প্রথম দিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা।বৃহস্পতিবার সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে দুপুরে নুরানী শাখার প্রধান আলহাজ্ব মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন হাফেজ মাওলানা হাফিজুল্লাহ, হাফেজ মাওলানা মুফতী ইমরান ফারহাদ, হাফেজ আহছান উল্লাহ, মাস্টার শামছুর রহমান। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থী- অভিভাবকগন উপস্থিত ছিলেন।