ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়ায় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার ফুটপাতে অবৈধ ভাসমান টোং ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার এ অভিযান পরিচালনা করেন। এসময় ব্যবসায়ীদের সতর্ক করা হয়। কারন শুকনো মৌসুমে গুরুত্বপূর্ণ এ বাজারে অনাকাংখিত ভাবে কোন অগ্নিকান্ডের ঘটনা ঘটলে যাতে সহযে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারে। এছাড়াও দীর্ঘদিন জনস্বার্থে মাইকিং করা হলেও অনেকে আইন না মানায় দন্ডবিধি ১৮৬০এর ২৯১ ধারায় ৭ব্যবসায়ীকে ১৪হাজার ৫০০শত টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. পারভেজ আহম্মেদসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং থানাপুলিশ ছাড়াও পৌর সভার লোকজন সহযোগিতা করেন।