1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়া গুঁড়িয়ে দেয়া হলো অবৈধ চুনা কারখানা পিরোজপুরে ডা. জুবাইদা রহমান-এর জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি শ্রীপুরে তিন ব্যক্তির দ্বন্ধে অবরুদ্ধ ১৫ টি পরিবার গজারিয়ায় মেঘনা ব্রীজের নিচে ইউটার্ণ এর দাবিতে মানববন্ধন শ্রীপুরে ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী পলাতক পাংশায় দুই শিক্ষার্থী ধর্ষণের শিকার, অভিযুক্ত শিহাব মন্ডল গ্রেফতার ১৬ জুন সংবাদপত্রের কালো দিবস ফ্যাসিবাদের দোসরদের মুখোশ উন্মোচনের দিন পড়া না পাড়ায় ঘাড় ধাক্কা দিয়ে শিক্ষার্থীর হাত ভেঙে দিলেন শিক্ষক মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় দেড় লাখ টাকায় সুইচগিয়ার সহ আটককৃতদের ছেড়ে দিল শ্রীনগর থানা পুলিশ

মুন্সীগঞ্জ-ঢাকা সড়ক শিক্ষার্থীদের সাড়ে ৫ ঘন্টা অবরোধ

  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ ছয় দফা দাবী আদায়ের লক্ষ্যে মুন্সীগঞ্জ-ঢাকা সড়ক অবরোধ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার থেকে বিকেল ৪ টা পর্যন্ত মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকার ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ঢালের দক্ষিণ পাশে সড়কে অবরোধ সৃষ্টি করে তারা এতে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজট দেখা দেয়। বিকেল সাড়ে ৪ টার দিকে শিক্ষার্থীদের সড়ক থেকে অবরোধ তুলে নেয়। অবরোধে দীর্ঘ সাড়ে ৫ ঘন্টায় জনসাধারণের ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থীরা জানান, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে’কোনো বয়সে ভর্তির সুবিধা বাতিলসহ ছয় দফা দাবী আদায়ে তারা সড়কে অবস্থান নিয়েছেন তারা। এ সময় অবরোধ সৃষ্টি করে দাবী আদায়ে নানা শ্লোগান দেন এদিকে, বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় অবস্থিত মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকার মৈত্রী সেতুর ঢালে অবস্থান নেন। এসময় তারা সড়কে অবরোধ সৃষ্টি করলে দু’পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে সড়কে যানজট দেখা দেয় দুপুর দেড়টার দিকে অবরোধ তুলে নিয়ে সড়কের পাশে অবস্থান নিলে যানজট কমে যায়। তবে দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা পুনরায় সড়কে অবরোধ সৃষ্টি করে। বিকেল ৪ টার দিকে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয়।সদর থানার পরিদর্শক তদন্ত (ওসি) সজিব দে বলেন, অবরোধের খবর পেয়ে আইন-শৃংঙখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে ছুটে যান। সকাল থেকে বিকেল পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধের মুখে যানবাহন চলাচল ব্যাহত হয়। বিকেলে দাবী আদায়ের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। এতে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓