1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়া গুঁড়িয়ে দেয়া হলো অবৈধ চুনা কারখানা পিরোজপুরে ডা. জুবাইদা রহমান-এর জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি শ্রীপুরে তিন ব্যক্তির দ্বন্ধে অবরুদ্ধ ১৫ টি পরিবার গজারিয়ায় মেঘনা ব্রীজের নিচে ইউটার্ণ এর দাবিতে মানববন্ধন শ্রীপুরে ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী পলাতক পাংশায় দুই শিক্ষার্থী ধর্ষণের শিকার, অভিযুক্ত শিহাব মন্ডল গ্রেফতার ১৬ জুন সংবাদপত্রের কালো দিবস ফ্যাসিবাদের দোসরদের মুখোশ উন্মোচনের দিন পড়া না পাড়ায় ঘাড় ধাক্কা দিয়ে শিক্ষার্থীর হাত ভেঙে দিলেন শিক্ষক মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় দেড় লাখ টাকায় সুইচগিয়ার সহ আটককৃতদের ছেড়ে দিল শ্রীনগর থানা পুলিশ

মেঘনায় ১০৪ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার মেঘনা উপজেলায় ১০৪ পিস ইয়াবাসহ টিটু মিয়া (৪৫) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেঘলা উপজেলার করিমাবাদ তিন রাস্তার মোড় থেকে মেঘনা থানার একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তার টিটু মিয়া উপজেলার মানিকারচর গ্রামের মৃত এনতাজ মিয়ার ছেলে।স্থানীয়রা জানান, টিটু মিয়ার কারণে এলাকার পরিবেশ নষ্ট হয়ে গেছে। তিনি উঠতি বয়সী তরুণদের মাদকাসক্ত করে ফেলছেন।কেউ কেউ তাকে ‘মাদক গডফাদার’ হিসেবেও অভিহিত করেন। একাধিকবার গ্রেপ্তার হলেও, অজানা কারণে তিনি দ্রুত জামিনে মুক্তি পেয়ে আবার সেই পুরোনো পথে ফিরে যান। তাদের দাবি, এমন চিহ্নিত মাদক ব্যবসায়ীর সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।পুলিশ সূত্র জানায়, টিটুর বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয়টি মামলা রয়েছে। তিনি পাঁচবার গ্রেপ্তার হয়ে কারাভোগ করলেও, জামিনে মুক্তি পেয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।এমনকি জেল থেকে বের হওয়ার পরেও তার মাদক কার্যক্রম থেমে থাকেনি। গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিলের নির্দেশে এসআই মো. মশিউর আলমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এএসআই আল মামুন জিহাদ এবং কনস্টেবল উত্তম কুমার, রবিউল হাসান, রাসেল মিয়া, মো. মোস্তফা ও আনিছুর রহমান। পুলিশ করিমাবাদ তিন রাস্তার মোড়ে টিটুকে হাতেনাতে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে ১০৪ পিস ইয়াবা উদ্ধার করে থানায় নিয়ে আসেন।এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল সময়ের কণ্ঠস্বরকে বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট ও জিরো টলারেন্স। সমাজ ধ্বংসকারী এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। টিটু মিয়ার মতো পেশাদার অপরাধীদের কোনো ছাড় নেই। তাকে শনিবার আদালতে পাঠানো হবে। তিনি আরও বলেন, “মাদকের শিকড় খুব গভীরে। কিন্তু আমরা একে একে উপড়ে ফেলছি। জনগণের সহযোগিতা পেলে মেঘনাকে মাদকমুক্ত করতে সক্ষম হবো। তাছাড়া মেঘনাকে মাদকমুক্ত করাই আমাদের মূল লক্ষ্য।”অভিযানে অংশ নেওয়া এক পুলিশ কর্মকর্তা বলেন, “এই ধরনের অভিযান ঝুঁকিপূর্ণ হলেও আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে যাই। টিটুর মতো অপরাধীদের ধরতে আমরা সবসময় প্রস্তুত। স্থানীয় মুরুব্বি আবদুল হাকিম বলেন, “ওসি স্যারকে ধন্যবাদ। বহু বছর পর মনে হচ্ছে, পুলিশ সত্যিই শক্ত অবস্থানে আছে। আমরা চাই, এই অভিযান চলমান থাকুক। এছাড়াও মেঘনা থানার সাম্প্রতিক কার্যক্রমে সন্তুষ্ট সাধারণ মানুষও। নিয়মিত অভিযান চালালে মাদকের বিস্তার অনেকটাই কমে আসবে বলে জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓