1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়া গুঁড়িয়ে দেয়া হলো অবৈধ চুনা কারখানা পিরোজপুরে ডা. জুবাইদা রহমান-এর জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি শ্রীপুরে তিন ব্যক্তির দ্বন্ধে অবরুদ্ধ ১৫ টি পরিবার গজারিয়ায় মেঘনা ব্রীজের নিচে ইউটার্ণ এর দাবিতে মানববন্ধন শ্রীপুরে ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী পলাতক পাংশায় দুই শিক্ষার্থী ধর্ষণের শিকার, অভিযুক্ত শিহাব মন্ডল গ্রেফতার ১৬ জুন সংবাদপত্রের কালো দিবস ফ্যাসিবাদের দোসরদের মুখোশ উন্মোচনের দিন পড়া না পাড়ায় ঘাড় ধাক্কা দিয়ে শিক্ষার্থীর হাত ভেঙে দিলেন শিক্ষক মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় দেড় লাখ টাকায় সুইচগিয়ার সহ আটককৃতদের ছেড়ে দিল শ্রীনগর থানা পুলিশ

নাজিরপুর এলজিইডিতে দুদকের অভিযান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:

সাবেক উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়ার নামে বিভিন্ন প্রকল্পে দূর্ণীতি ও অনিয়মের অভিযোগে পিরোজপুরের নাজিরপুর উপজেলা এলজিইডি কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়।মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি দল নাজিরপুর উপজেলা এলজিইডি কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে। দুদক সূত্রে জানা যায়, নাজিরপুর উপজেলা এলজিইডি সাবেক প্রকৌশলির বিভিন্ন অনিয়ম ও দূর্ণীতর তথ্য সংগ্রহে আসেন দুদক। এ সময় তারা প্রকৌশলি জাকিরের অনিয়ম ও দূর্নীতির সত্যতা পান। নাজিরপুর উপজেলা এলজিইডি কার্যালয়ের কম্পিউটার অপারেটর আব্দুস সালামের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে ২৩ বছর এক কর্মস্থলে ও উপ-সহকারী প্রকৌশলি আব্দুল গাফফারের বিরুদ্ধে ৮ বছর ধরে একই কর্মস্থলে থাকার সত্যতা পান। যেখানে আব্দুস সালাম কখনো তার বদলির জন্য আবেদন করেননি। অন্যদিকে উপ-সহকারী প্রকৌশলি আব্দুল গাফফার বদরির জন্য আবেদন করেননি বরং প্রভাব খাটিয়ে ও দুর্নীতির আশ্রয় নিয়ে তার বদলি আদেশ প্রত্যাহার করিয়েছেন। উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আব্দুল গাফফার কাইলানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে দুটি প্রাথমিক বিদ্যালয়ের কাজ না করিয়ে বিল দিয়ে দেন স্বাগতা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। যে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস। গত ৫ই আগষ্ট আ’লীগের পতনের পরে ঠিকাদার লাপাত্তা হওয়ায়। বিল পরিশোধ করার ঘটনা জানাজানি হলে বর্তমানে উপ-সহকারী প্রকৌশলী আব্দুল গফফার নিজ অর্থায়নে কাজ চলিয়ে যাওয়ার জন্য স্কুল দুটির কাজের মেয়াদ বাড়িয়েছেন।পিরোজপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, নাজিরপুর উপজেলা এলজিইডি কার্যালয়ের উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মিয়ার বিরুদ্ধে বিস্তর দূর্ণীতি ও অনিয়মের অভিযোগ সত্যতা পাওয়া গেছে। তিনি বর্তমানে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সাসপেন্ড আছেন। তার বিরুদ্ধে তদন্ত চলমান। একই সঙ্গে এই অফিসের কম্পিউটার অপারেটর আব্দুস সালাম ২৩ বছর ও উপ-সহকারী প্রকৌশলি আব্দুল গাফফার ৮ বছর একই কর্মস্থলে আছেন যা বিধিবহির্ভূত। উপ-সহকারী প্রকৌশলী আব্দুল গাফফার এই কর্মস্থলে থাকতে তার বদলি আদেশ প্রত্যাহার করিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓