নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঐতিহ্যবাহী বাউশিয়া মোহাম্মদ আব্দুল আজহার উচ্চ বিদ্যালের এড হক কমিটি গঠন।সভাপতি মনোনীত হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান মহসিন সিকদার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পক্ষ থেকে বিদ্যালয় পরিদর্শন কর্তৃক স্বাক্ষরিত বিদ্যালয় এড হক কমিটিতে বিশিষ্ট ব্যবসায়ী ও অত্র বিদ্যালয়ের দাতা সদস্য সাইদুর রহমান মহসিন সিকদার সভাপতি নির্বাচিত করা হয়।এবং উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিঃ মকবুল আহমেদ রতন কে অভিভাবক সদস্য।মোহাম্মদ মোখলেছুর রহমান শিক্ষক প্রতিনিধি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব করে এড হক কমিটি ঘোষণা করা হয়।মোঃ সাইদুর রহমান মহসিন সিকদার উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামের মৃত আব্দুস সামাদ সিকদারের ছেলে।তিনি দীর্ঘ দিন যাবৎ ব্যবসার পাশাপাশি উপজেলায় শিক্ষার মান উন্নয়নে কাজ করে গেছেন।