1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়া গুঁড়িয়ে দেয়া হলো অবৈধ চুনা কারখানা পিরোজপুরে ডা. জুবাইদা রহমান-এর জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি শ্রীপুরে তিন ব্যক্তির দ্বন্ধে অবরুদ্ধ ১৫ টি পরিবার গজারিয়ায় মেঘনা ব্রীজের নিচে ইউটার্ণ এর দাবিতে মানববন্ধন শ্রীপুরে ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী পলাতক পাংশায় দুই শিক্ষার্থী ধর্ষণের শিকার, অভিযুক্ত শিহাব মন্ডল গ্রেফতার ১৬ জুন সংবাদপত্রের কালো দিবস ফ্যাসিবাদের দোসরদের মুখোশ উন্মোচনের দিন পড়া না পাড়ায় ঘাড় ধাক্কা দিয়ে শিক্ষার্থীর হাত ভেঙে দিলেন শিক্ষক মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় দেড় লাখ টাকায় সুইচগিয়ার সহ আটককৃতদের ছেড়ে দিল শ্রীনগর থানা পুলিশ

ঝালকাঠিতে জমিজমা বিরোধে হত্যাকান্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম ঝালকাঠিঃ

ঝালকাঠিতে জমি সংক্রান্ত বিরোধের বলি হতে হলো সমির মল্লিক (৪৫) নামে এক ব্যাক্তি। মঙ্গলবার দুপুরে কৃষ্ণকাঠি এলাকায় এঘটনা ঘটে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই বাবুল মল্লিকের হামলায় সমিরের মৃত্যু হয়েছে বলে নিহতের স্বজনদের অভিযোগ।এলাকাবাসী জানায়, ‘নিহত সমির মল্লিক কৃষ্ণকাঠী এলাকার বাসিন্দা। তার পিতার নাম আমজেদ মল্লিক। পেশায় তিনি একজন সার্ভেয়ার। পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই হামলার ঘটনা।’হামলার পরপরই ‎সমির মল্লিককে আহত অবস্থায় স্বজনরা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে সেখানকার জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়না তদন্ত শেষে মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।সমির মল্লিকের স্ত্রী রুমা বেগম জানান, ‘দীর্ঘদিন ধরে তার চাচাতো ভাইদের সাথে জমিয়ে নিয়ে বিরোধ ছিলো। এরই জের ধরে চাচাতো ভাই বাবুল মল্লিক জমি দখল করে সেখানে বেড়া দেয়। সেই খবর শুনে কর্মস্থল থেকে সমির মল্লিক এসে বেড়া খুলতে যায়। তখন বাবুল মল্লিক পিছন থেকে এসে লোহার শাবল/দন্ড দিয়ে মাথায় আঘাত করে। সমির মল্লিক মাটিতে লুটিয়ে পরে।পুরো ঘটনাটি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান গনমাধ্যমকে বলেন, ‘হাসপাতালে আনার আগেই সমিরের মৃত্যুহয়। মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাও নেয়া হচ্ছে।স্থানীয়রা জানান, ‘২০২৪ সালের ১৫ জানুয়ারী রাতে সমিরের বড় ভাই রিপন মল্লিক খুন হয়েছিলো। সেই ঘটনায় একই এলাকার সৌদি প্রবাসী কামাল হোসেনের স্ত্রীকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓