কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালী উপজেলার ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটির সম্মেলনের প্যান্ডেল তৈরির কাজে নিয়োজিত ডেকরেটর কর্মীদের সহযোগিতা করতে গিয়ে গাছ থেকে পড়ে সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজীর হোসেন সরদার গুরুতর আহত হন। তিনি বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।রাতে আহত নজির হোসেন সরদারকে দেখতে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যান কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবির ও সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ। এসময় তারা তার চিকিৎসার খোঁজ খবর নেন। সোমবার (১৯ মে) দুপুরের দিকে সয়না রঘুনাথপুর ইউনিয়নের আছিয়া খাতুন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ দূর্ঘটানাটি ঘটে। জানাযায়, আগামী বুধবার ২১ মে উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সম্মেলন স্হানীয় আছিয়া খাতুন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনের স্টেজ ও প্যান্ডে তৈরির কাজের প্রস্তুতি কার্যক্রমের খোজখবর নিতে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজির হোসেন সরদার মাঠে যান। এসময় তিনি ডেকরেটরের লোকদের সাথে প্যান্ডেলের কাজে সহযোগিতা করতে গিয়ে এক পর্যায়ে একটি রেন্ডি গাছের ডাল কাটার জন্য গাছে উঠেন। এসময় অসাবধানতা বসত গাছ থেকে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে।