পিরোজপুর প্রতিনিধি:
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পিরোজপুর জেলা শাখার উদ্যোগে ইমামদের নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০মে) জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।পিরোজপুর ইসলামিক ফাউন্ডেশন এর উপপরিচালক মুহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অধিদপ্তরের উপপরিচালক পরীক্ষিৎ চৌধুরী। নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার শামীম আহমেদ।এছাড়াও সহকারী তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মাসুদ, পিরোজপুর জেলার ইমাম সমিতির সভাপতি এবং ইমামগণ উপস্থিত ছিলেন।এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন মসজিদের ইমামগণ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় নিরাপদ খাদ্য সম্পর্কে ইমামদের অবহিত করা হয় এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।