কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
দেশব্যাপী বিএনপির তৃণমূল স্তরের মেয়াদ উত্তীর্ণ কমিটি সমূহ পূণর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২১ মে) সকালে শীর্ষা আছিয়া খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কোরআন তেলাওয়াত, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবির।পরে সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবির সিকদার এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মির্জা জহিরুল হক, মোঃ রোকন উজ্জামান, মোঃ এনামুল হক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিঞা। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শাফিউল আজম ভিপি দুলাল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বদরুদ্দোজা মিঞা, জিয়াউল হাসান নিক্স, গিয়াস উদ্দিন অলি, উপজেলা বিএনপির অন্যতম সদস্য শাহ ইমরান ফারুক, বিএনপি নেতা ওসমান গনি প্রমুখ। প্রধান অতিথি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। এই সম্মেলনের মধ্য দিয়ে এবং আমাদের কাউন্সিলরদের মতামতেরভিত্তিতে এই ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে নতুন নেতৃত্ব আসবে। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সংস্কার প্রস্তাব এই ইউনিয়নের প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করবেন।সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ইউনিয়নের ওয়ার্ড কাউন্সিলর গণের ভোটে ৯ টি ওয়ার্ডে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।