পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরে জনতা ব্যাংকের উদ্যোগে কৃষক সমাবেশের মধ্য দিয়ে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার (২১ মে) বিকেলে জনতা ব্যাংক পিরোজপুর শাখা সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের কেশরতা সাইক্লোন শেল্টারে ওই এলাকার প্রান্তিক কৃষকের মাঝে ঋণের চেক বিতরণ করে। বিশ জন প্রান্তিক কৃষককে সর্ব নি¤œ ১ লাখ ও সর্বোচ্চ ২ লাখ টাকা করে মোট ২৭ লাখ টাকার চেক দেওয়া হয়। এর মধ্যে সাত জন কিষাণীও রয়েছে। পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকের হাতে চেক তুলে দেন। বিতরণ অনুষ্ঠানে জনতা ব্যাংক পিরোজপুর শাখার ব্যবস্থাপক রাশেদুল ইসলাম রাশেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি সদর উপজেলা কৃষি অফিসার শিপন চন্দ্র ঘোষ, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীম, জনতা ব্যাংক বরিশাল বিভাগীয় অফিসের প্রিন্সিপাল অফিসার প্রদীপ কুমার বিশ^াস, সহকারী ব্যাবস্থাপক হরলাল সূতার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ প্রমুখ। অতিথিগন তাদের বক্তব্যে বলেন, কৃষকদের মাঝে বিতরণকৃত ঋণ কৃষির কাঙ্খিত উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের মাঝে ঋণ প্রবাহ বৃদ্ধি, দারিদ্র বিমোচন, গ্রামীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়ক হবে। সহজ শর্তে ঋণ পেতে বক্তারা কৃষকদের ব্যাংকে সরাসরি যোগাযোগেরও আহবান জানান। জনতা ব্যাংক ব্যবস্থাপক রাশেদুল ইসলাম জানিয়েছেন জানিয়েছে পিরোজপুরে এই প্রথমবারের মতো প্রকাশ্যে ঋণের চেক বিতরণ করা হয়েছে।