কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে গাঁজাসহ দুই গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।মঙ্গলবার রাতে কাউখালী থানার এসআই মাসুদ আল মামুনের নেতৃত্বে গোপন সংবাদে ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ দুই গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এদের কাছে ৫০ গ্রাম গাঁজা পাওয়া গিয়েছে, যার বাজার মূল্য আনুমানিক ৬ হাজার টাকা।গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা সদর ইউনিয়নের বাশুরি গ্রামের মোফাজ্জেল ফকিরের ছেলে সগীর হোসেন (৩২) ও একই ইউনিয়নের আইরন গ্রামের মোশারফ হোসেনের ছেলে রিপন মাঝি (৩৬)।কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করিয়া এলাকার যুবসমাজ ও স্কুল কলেজগামী ছেলেদেরকে বিপথগামী করিয়া তোলা সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত রয়েছে। থানায় মামলা হয়েছে। বুধবার (২ জুলাই) আসামিদের পিরোজপুর কোটে প্রেরণ করা হয়েছে।