কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।বুধবার (২ জুলাই ) রাতে উপজেলার বাশুরী ও শিয়ালকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন উপজেলার শিয়ালকাঠি গ্রামের নুরুল ইসলামের ছেলে সাবেক কারারক্ষী জাহিদুল ইসলাম (৫০), বাশুরী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রাব্বি হোসেন (২২) ও একই এলাকার সুলতান মোল্লার ছেলে ইউসুফ মোল্লা (৩২)।কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার শিয়ালকাঠি ও বাশুরী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় শিয়ালকাঠি গ্রাম থেকে জাহিদুল ইসলামকে ২০ পিচ ইয়াবা এবং বাশুরী গ্রামের রাব্বি ও ইউসুফ মোল্লাকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।আসামিদের বিরুদ্ধে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।