 
     
 ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি :
দীর্ঘ ১৬ বছর পরে পিরোজপুরের ভান্ডারিয়ায উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বিকেলে ভান্ডারিয়া পৌরসভা মিলনায়তনে কাউন্সিলের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।এতে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আহম্মদ সোহেল মনজুর সুমন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি এবং সাবেক সদস্য সচিব মো. মনির হোসেন আকন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।এছাড়া মো. দেলোয়ার হোসেন বিপ্লবকে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সাংগঠনিক সম্পাদক পদে যথাক্রমে আবুল কালাম আজাদ জমাদ্দার ও মো. রুহুল আমিন মুন্সী নির্বাচিত হন। উল্লেখ্য, গত ৯ জুলাই উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিলের মাধ্যমে কমিটি ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন।
