ঝালকাঠি প্রতিনিধিঃ
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠির রাজাপুর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন। এতে সভাপতি পদে মনিরুজ্জামান খান (দৈনিক ইত্তেফাক) এবং সাধারন সম্পাদক পদে খলিলুর রহমান (বাংলাদেশ বুলেটিন) নির্বাচিত হয়েছেন।শনিবার (২৬ জুলাই) অনুষ্ঠিত হয়েছে এ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠান। রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।সভাপতি এবং সাধারন সম্পাদক ছাড়াও এ নির্বাচনে অন্যান্য পদে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, সহ-সভাপতি পদে মো. বরকত হোসেন মৃধা (এসএ টিভি) এবং মো. শামসুল আলম বাবুল (দৈনিক দিনকাল), সহ-সাধারণ সম্পাদক পদে গোপাল কর্মকার (কালবেলা), কোষাধ্যক্ষ পদে মো. বুলবুল আহমেদ (আমার দেশ)।এছাড়া নির্বাহী সদস্য পদে মো. এনামুল হোসেন খান (ইনকিলাব), আরিফুর রহমান রনি (বাংলার বনে) এবং খাইরুল ইসলাম পলাশ (এশিয়ান টিভি) নির্বাচিত হয়েছেন। এ প্রেসসক্লাবের কার্যনির্বাহী কমিটির ৯ পদের একজন সাধারন সম্পাদক, দুইজন সহ সভাপতি এবং তিনজন কার্য নির্বাহী সদস্য পদে ভোট গ্রহন হয়েছে। সভাপতি সহ বাকি পদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।দুপুরে ভোট গ্রহন শেষে নির্বাচন পরিচালনা প্রধান রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম এ ফলাফল ঘোষনা করেন। এতে সহকারী নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রধান শিক্ষক মো. জালাল উদ্দীন এবং প্রধান শিক্ষক মো. জাকির হোসেন।নির্বাচনের ফলাফল ঘোষনা শেষে নবনির্বাচিত কমিটির কর্মকর্তা ও সদস্যরা সকল ভোটার এবং ভোট সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে রাজাপুর প্রেসক্লাবকে আরও সক্রিয় ও পেশাদারীভাবে পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।