সাইদুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও ঝালকাঠি -১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) থেকে মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান সেলিম রেজা তার নিজস্ব কার্যলয়ে শুক্রবার (১৫ আগষ্ট) সন্ধায় রাজাপুর উপজেলার নৈকাঠিতে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন।এ আলোচনা সভায় ও দোয়া অনুষ্ঠানে হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সহ সভাপতি মাসুদুর রহমান মাসুম মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড.নূর হোসেন, যুবদলের সাবেক সভাপতি ও ভাইস চেয়ারম্যান জাকারিয়া সুমন, রাজাপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকু মৃধা, মঠবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার সিকদার মঠবাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম গাজী সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান সেলিম রেজা বলেন,বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সারা জীবন সংগ্রাম করেছেন। তার সাহসী নেতৃত্ব ও ত্যাগ দেশের মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছে। রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে তিনি আজ গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।এ সময়ে দেশের মানুষের দোয়া ও সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন বলে তারা উল্লেখ করেন।দোয়া ও মিলাদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।এ সময় রাজাপুর -কাঠালিয়ার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিল।