কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে নাশকতার মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ আজমল হোসেনকে (৫৬) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১৮ আগস্ট) ভোরে ঝালকাঠির সদরের স্টেশন রোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানার ওসি মো. সোলায়মান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারকে পতনের পর থেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ আজমল হোসেন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে উপজেলা বিএনপির অফিস ভাংচুর ও নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ অভিযোগে কাউখালী থানা পুলিশ অভিযান চালিয়ে ঝালকাঠি জেলার সদর থেকে তাকে গ্রেপ্তার করে।এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান বলেন, রোববার ভোরে অভিযান চালিয়ে আজমল হোসেনকে ঝালকাঠির স্টেশন রোড থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গত বছরের ৪ আগস্ট উপজেলা বিএনপির অফিস ভাংচুর ও নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলার প্রাথমিক তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্তের ভিত্তিতে অভিযান চালিয়ে আজমল হোসেনকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।