কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দিবসটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংক চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম ফিরোজ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন। এসময় বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুল ইসলাম মনি, সদস্য সচিব তৌহিদুর ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ মনিরুজ্জামান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রাকিব তালুকদার প্রমুখ।পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।