রাজনীতি একটি রাষ্ট্রের চালিকাশক্তি উল্লেখ করে বুধবার এক সাক্ষাৎকারে তরুণ রাজনীতিবীদ ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, সঠিক নেতৃত্ব, নীতিনৈতিকতা ও গনতান্ত্রিক মানসিকতা ছাড়া একটি জাতি এগিয়ে যেতে পারে না। তবে দুর্ভাগ্যজনক ভাবে অনেক সময় রাজনীতি হয়ে ওঠে স্বার্থপরতা, দুর্নীতি আর ক্ষমতার খেলা। বাংলার মানুষ এই খেলা থেকে মুক্তি চায়।সাবেক ছাত্রনেতা ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, রাজনীতি হলো একটি সমাজের জন্য ন্যায়সঙ্গত, অন্তর্ভূক্তি মূলক এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে পরিচালিত প্রক্রিয়া। এটি একটি গনতান্ত্রিক কাঠামো, যেখানে সকলের অধিকার ও সুযোগ নিশ্চিত করা হয় এবং সমাজের বৃহত্তর স্বার্থে কাজ করা হয়। বাংলাদেশে রাজনীতি এখন যে রুপ ও প্রকৃতি নিয়ে চলছে তাতে রাষ্ট্রে ক্রমেই দুর্বল থেকে দূর্বলতর হচ্ছে।