নিজস্ব প্রতিবেদক :
মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা বনার্ঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পালন করেছে উপজেলা বিএনপি ও র অঙ্গ সংগঠনের নেতা কর্মী’রা।গজারিয়া উপজেলার ভবেরচর ঈদগাঁও মাঠে বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মীর অংশ গ্রহণে গণজমায়েত অনুষ্ঠিত হয়।পরে ঈদগাঁ থেকে একটি র্যালী বের হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে মায়ামি রেস্টুরেন্টে এর সামনে এসে শেষ হয়।র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ।এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মজিবুর রহমান, বোরহান উদ্দিন ভূঁইয়া,আহসান উল্লাহ,জেলা মহিলা দলের সভাপতি রহিমা বেগম,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: ইদ্রিস মিয়াজী ভিপি মহন,সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আমিনুল ইসলাম জসিম,কেন্দ্রীয় ছাত্রদল নেতা বাইজিদ শ্রাবণ প্রমুখ উপজেলা বিএনপি আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহমান শফিক এর সঞ্চালনায় র্যালী পূর্ব সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী বৃন্দ।