নিজস্ব প্রতিবেদক :
মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা ভবেরচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির নবনির্বাচিত সদস্য সচিব মোঃ নূরুল আমিন সরকার কে সংবর্ধনা দিয়েছে ইউনিয়ন বিএনপি, যুবদল ছাত্রদল ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।ভবেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন মায়াবী হাইওয়ে রেস্তোরাঁর কনফারেন্স রুমে সংক্ষিপ্ত আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতা কর্মীরা নবনির্বাচিত সদস্য সচিব এরঢ় সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় নেতাকর্মীদের মিষ্টিমুখ করান নবনির্বাচিত ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নূরুল আমিন সরকার।ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নূরুল আমিন সরকার বলেন, ভবেরচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অনুরোধে উপস্থিত হয়ে আমি বুঝতে পারি তারা আমাকে কত ভালোবাসে। আমি ভবেরচর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ। আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে সেই দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি সেই দোয়া ও সার্বিক সহযোগী আমার কাম্য।