নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা আনারপুরা এলাকায় অবস্থিত বসুন্ধরা টিস্যু পেপার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এই ঘটনায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়ন এর আনারপুরাস্থ অবস্থিত বসুন্ধরা টিস্যু পেপার মিলসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে,প্রায় ২ঘণ্টা চেষ্টার পর রাত ২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে তবে এর মধ্যেই কোম্পানিটির অনেক মালামাল পুড়ে যায়। স্থানীয় আনারপুরা বাসষ্টান্ড এর দোকানদার মনির হোসেন জানান,রাত ১২টার পর দেখি বসুন্ধরা টিস্যু'র নদীর পার সংলগ্ন গোডাউনে দাউ দাউ করে আগুন জ্বলছে, দীর্ঘ দুই/আড়াই ঘন্টা এই আগুন জ্বলছে,এ নিয়ে আশে পাশের মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।বিষয়টা নিয়ে বসুন্ধরা টিস্যু পেপার মিলস(ইউনিট-৩) এর ফ্যাক্টরি হেড আবুল হোসেন জানান,গোডাউনে বিভিন্ন ধরনের নন ওভেন, এসএপি কেমিক্যাল এবং পাল্ব ছিল, আগুনে পুড়ে আনুমানিক চার/পাঁচ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। এ বিষয়ে গজারিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ষ্টেশন কর্মকর্তা মো:ফিরোজ মিয়া বলেন, গজারিয়া ফায়ার ষ্টেশন এর দুটি ও বিসিক ফায়ার ষ্টেশন এর দুটি মোট চারটি ইউনিট দীর্ঘ দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আসে,ক্ষয় ক্ষতির পরিমান আনুমানিক কোটি টাকা হবে,এ সময় কোটি টাকা মূল্যের মালামাল উদ্ধারও করা হয়।