পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর সদর উপজেলার উকিলপাড়ায় অনুষ্ঠিত হলো পুরাতন জামে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজ বাদ জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।মাদ্রাসাটির নামকরণ করা হয়েছে জামিয়া আবু হুরাইরা (রাঃ)। আয়োজকরা জানান, আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার সমন্বয়ে এই মাদ্রাসা কমপ্লেক্স প্রতিষ্ঠিত হলে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক উন্নয়নেও অবদান রাখবে।এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পুরাতন জামে মসজিদ কমিটির সভাপতি রেজাউল হক রিয়াজ, পৌর বিএনপির সাবেক সভাপতি এ্যাড. সাব্বির আহমেদ, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আহসানুল কবির বাদল,পুরাতন মসজিদ কমিটির সেক্রেটারি মো: সেলিম, মুসল্লি বাহাদুর হোসেন এবং মসজিদ কমিটির অন্যান্য সদস্য ও মুসল্লীবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাগণ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, দীর্ঘদিনের স্বপ্ন পূরণে এ কমপ্লেক্স একটি মাইলফলক হয়ে থাকবে। তারা আশা প্রকাশ করেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামি শিক্ষার বিস্তার ঘটবে এবং আগামী প্রজন্মের মধ্যে নৈতিকতা ও সুশিক্ষার আলো ছড়িয়ে পড়বে।