মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলপুর থানা এলাকার এবার ৪৬ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষা সংক্রান্তে ও শান্তিপূর্ণভাবে পূজা সম্পূর্ণ করার লক্ষ্যে আজ মঙ্গলবার বিকালে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদির সভাপতিত্বে সকল পূজা মন্ডপের পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন থানার সেকেন্ড অফিসার (এসআই) সানাউল্লাহ। এসময় উপস্থিত ছিলেন দশটি ইউনিয়ন এর পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পৌর এলাকার পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, এসময় উপস্থিত সকলের উদ্দেশ্যে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল হাদি গুরুত্বপূর্ণ কিছু কথা বলেন।