পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা।রবিবার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ ও সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল হক নবগঠিত কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, প্রথম যুগ্ম আহ্বায়ক এলিজা জামান এবং সদস্য অধ্যক্ষ আলমগীর হোসাইনকে অভিনন্দন জানান। এছাড়া শুভেচ্ছা জানিয়েছেন পিরোজপুর-১ আসনের মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-২ আসনের প্রার্থী শামীম সাঈদী এবং পিরোজপুর-৩ আসনের প্রার্থী অধ্যাপক আব্দুল জলিল শরীফ।বিবৃতিতে আশা প্রকাশ করা হয়, নতুন আহ্বায়ক কমিটি মেধা ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে জেলা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে। নেতারা কমিটির প্রত্যেক সদস্যের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন।বিবৃতিটি পাঠান জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক সোহরাব হোসাইন জুয়েল।