কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে দশটায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়। একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন পড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে এই প্রতিপাদকে সামনে রেখে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। বক্তব্য রাখেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ মাসুম মিয়া, সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ।এ সময় বক্তারা বলেন, প্রবীনদের সম্মান করা আমাদের সকলের উচিত,তাদের অভিজ্ঞতা আমাদের কাজে লাগাতে হবে। আমরাও একদিন বৃদ্ধ হব এই কথাটি সবার মাথায় রাখা উচিত। প্রবীণদের ভালো রাখার দায়িত্ব আমাদের সকলেরই।