কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশাল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার উত্তর বাজার পুরাতন হাসপাতাল বালুর মাঠে উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ এর সঞ্চালনায় প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম কিসমত। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ মনিরুজ্জামান মিঞা,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হাসান নিক্সন,বদরুদ্দোজা মিঞা, অন্যতম সদস্য শাহ ইমরান ফারুক, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের বেপারী প্রমুখ।এসময় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, এই সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে তৃণমূল থেকে দলের সাংগঠনিক কাঠামো আরও সুদৃঢ় ও সক্রিয় হবে, যা আগামীর আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠানে উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।