নিজস্ব প্রতিবাদক :
মুন্সীগঞ্জ নারী জাগরণ অঙ্গীকার স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জে মহিলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। রোববার বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে এই শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরস্থ থানারপোল এলাকা জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় অঙ্কুরিত মুক্তিযুদ্ধ-৭১ ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও মুন্সীগঞ্জ-৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মো. মহিউদ্দিন এ সময় আরও বক্তব্য রাখেন শহর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র এ কে এম ইরাদত মানু। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহাদাত সরকার, কাজী আবু সুফিয়ান বিপ্লব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ফকির, শহর বিএনপির সদস্য সচিব মাহাবুব উল আলম স্বপনসহ প্রমুখ নেতৃবৃন্দ।