নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা জামায়াতের আয়োজনে শহরের কৃষি ব্যাংক সংলগ্ন জেলা কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে জামায়াত কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।জেলা সেক্রেটারি ফখরুদ্দিন রাজীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা আমির আ. জ. ম. রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নায়েবে আমির নুরুল হক পাটোয়ারি ও পৌর আমির এইচ. এম. বাইজীদ।বক্তারা বলেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন দেশের জনগণের ন্যায্য দাবি। নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করে এ সনদকে আইনি ভিত্তি দিতে হবে।” তারা আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার একসময় যাকে বিএনপি অস্বীকার করেছিল, পরবর্তীতে আন্দোলনের মাধ্যমে সেই পদ্ধতিতে নির্বাচন করে ক্ষমতায় এসেছে। এখন অন্যরা পিআর পদ্ধতি বুঝতে না পারলেও একদিন তারা-ই এই ব্যবস্থার জন্য আন্দোলন করতে বাধ্য হবে।বক্তারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, ইসলাম ও গণতন্ত্র রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।সমাবেশে জেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক কর্মী অংশগ্রহণ করেন।