নিজস্ব প্রতিবেদক :
মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা শিক্ষার্থী ও তরুনরা খেলাধূলা সামগ্রীর অভাবে যাতে খেলাধুলা বন্ধ না হয় সেজন্য বিএনপির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের পক্ষ থেকে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবেরচর ওয়াজির আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ফুটবল ও বাস্কেটবল বিতরণ করেন। এছাড়াও তার নিজ বাসভবনে ৮ টি ইউনিয়নের তরুণ খেলোয়াড়দের মাঝে এই ক্রীড়া সামগ্রিক বিতরন করেন তরুণ প্রজন্মের সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্ম যত বেশি এতে অংশ নেবে তত তাদের মন মানসিকতা আরো ভালো হবে। তাই তাদের খেলার মাঠে ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান, এসব সামগ্রীর মধ্যে ছিলো মিনি ফুটবল ও ফুটবল বার নেট, বলিবল, বলিবল বার নেট ও বাস্কেটবল তুলে দেওয়া হয়।বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর একে এম গিয়াসউদ্দিন, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার , গজারিয়া উপজেলা কৃষকদলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন,যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল মেম্বার। ভবেরচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান প্রমূখ।