মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি:
ময়মনসিংহ ফুলপুরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন ময়মনসিংহ-২ ফুলপুর-তারাকান্দা আসনের মনোনয়ন বঞ্চিত কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল বাশার আকন্দ। এসময় প্রধান অতিথি বলেন মনোনয়ন দেয়ার আগে যে পাঁচটি প্রশ্ন উঠেছিল তার একটিও পরীক্ষা হয়নি। যদি পরীক্ষা হতো তাহলে ইনশাল্লাহ আমি বিজয়ী হতাম। সাধারণ জনগণ আমার পাশে আছে আগামীতেও থাকবে ইনশাল্লাহ। আমরা ধানের শীষে বিশ্বাসী।এর আগে আবুল বাশার আকন্দের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।র্যালিতে বিএনপি,ও কৃষকদলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।