নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক,মুন্সীগঞ্জ ৩আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মো:কামরুজ্জামান রতন।গজারিয়ায় উপজেলার বাউশিয়া ইউনিয়ন এর দাসকান্দী বাজারে ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের সমবেদনা জ্ঞাপন করেন।এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন আহমদ,জেলা কৃষক দলের আহবায়ক মো:সিরাজুল ইসলাম পিন্টু,উপজেলা যুবদলের সাবেক সা:সম্পাদক আসলামুজোহা চৌধুরী তপন, বিএনপি নেতা নুরুল আমিন সরকার, আ:মান্নান মিয়াজী,এবাদুল্লাহ হক,মুছা সরকার, উপজেলা কৃষক দলের আহবায়ক রাসেল দেওয়ান, সদস্য সচিব তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি,সা:সম্পাদক লাভলী আক্তার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো:মিজানুর রহমান মিজানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে এক বস্তা করে চাল ও নগদ ৪(চার) লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।