নিজস্ব প্রতিবাদক :
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক টিটুকে গ্রেফতার করেছে পুলিশ।সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আটক দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।আটক মমিনুল হক টিটু (৫৪)। সে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত মাহফুজুল হকের ছেলে বলে জানা গেছে।খবর নিয়ে জানা যায়, গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে আত্মগোপনে চলে যান গজারিয়া উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা। এদিকে ১৩ নভেম্বর আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে পুলিশের বিশেষ অভিযানে বুধবার সকালে রাজধানী ঢাকার মিরপুরের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটকের পর তাকে মিরপুর মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আটক দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর মডেল থানার এসআই নাজমুল হোসেন বলেন, তিনি একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। গজারিয়া ছেড়ে বর্তমানে তিনি মিরপুর এলাকায় আত্মগোপনে ছিলেন। এখানে তার বাড়ি আছে। আমরা আজ সকালে থেকে আটক করেছি'।