পিরোজপুর প্রতিনিধি:
সচেতনতা, নীতি ও গণমাধ্যমের যৌথ প্রয়াসেই সুন্দরবনের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা সম্ভব-এমন মত প্রকাশ করেছেন বক্তারা। সুন্দরবন সংলগ্ন এলাকায় দূষণ রোধ, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘জার্নালিজম ফর সুন্দরবন’ কমিটির সভা পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১২ নভেম্বর) দুপুরে পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।সভার সভাপতিত্ব করেন ‘জার্নালিজম ফর সুন্দরবন’ এর জেলা আহ্বায়ক ও পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট এস. এম. রেজাউল ইসলাম শামীম। সভা সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা সাহিদা বানু সোনিয়া। সভায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে করণীয় শীর্ষক বিষয়ে বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব খেলাফত হোসেন খসরু, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, ফসিউল ইসলাম বাচ্চু, হাসান মামুন, ইমাম হোসেন মাসুদ, খালিদ আবু, জিয়াউল হক, ইয়ুথ ফর সুন্দরবনের নেছারাবাদ আহ্বায়ক সুবর্ণা আক্তার, হাসিবুল ইসলাম ও মাসুম বিল্লাহ প্রমুখ। বক্তারা বলেন, পলিথিন ও প্লাস্টিক ব্যবহারের ফলে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব বর্জ্য গাছপালা, মাটি ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। আবার এসব পদার্থ পোড়ালে বায়ুদূষণ বাড়ে এবং শ্বাসকষ্টসহ নানা জটিল রোগের সৃষ্টি হয়। তারা আরও বলেন, প্লাস্টিক ও পলিথিন ব্যবহার যতটা সম্ভব কমিয়ে আনা এবং ব্যবহৃত বর্জ্য নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ফেলার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। সভায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।