কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। আমাদের দলে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহিম সংযুক্ত করেছিলাম। আওয়ামিলীগ সরকার দীর্ঘ ১৭ বছর আলেম-ওলামাদের জেলে বন্দি করে রেখেছিলো। তারা মাহফিলে ঠিক মতো কথা বলতে পারেনি। আমরা সব সময় ইসলামের সাথে আছি, ইসলামে মূল্যবোধে যারা বিশ্বাসী আমরা তাদের সাথে অতীতেও ছিলাম সামনেও থাকবো। সোমবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার নাঙ্গলী দরবার শরীফ ও কচুয়াকাঠী দারুছুন্নাত মোহেব্বীয়া দ্বীনিয়া মাদ্রাসা ও বায়তুল মোকাররম জামে মসজিদের উদ্যোগে মাহফিলে অতিথি হিসেবে এ কথা বলেন পিরোজপুর-২ (কাউখালী- ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী ও ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন। এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গুলী দরবারের পীর সাহেব মাওলানা আব্দুল মতিন, মাওলানা মাহমুদ হোসেন, কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র বিএনপি নেতা শাহ ইমরান ফারুক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আলেম-ওলামাগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।