নিজস্ব প্রতিবেদক:
মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা মেঘনা নদী থেকে কচুরিপানায় আটকে থাকা ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের গলায় রশি বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।তার বয়স আনুমানিক ৩০-৩৫ হতে পারে বলে পুলিশের ধারণা।গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মোহাম্মদ আলী জানান,দুপুরের দিকে নদীতে কচুরিপানার মাঝে লাশটি ভাসতে দেখে তাঁরা কুমিল্লার চালিভাঙ্গা নৌ-পুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক নুরুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি,গলায় রশি বাঁধা ও পেটে কোপের চিহ্ন রয়েছে, শরীরে ফুল হাতা গেঞ্জি পরিহিত। ধারণা করা হচ্ছে, লাশটা ৪- ৫ দিন যাবৎ ভাসমান অবস্থায় ছিল।এ বিষয়ে গজারিয়া নৌ পুলিশের ইনচার্জ শরজিৎ কুমার জানান, এলাকাটি চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির কাছাকাছি হওয়ায় তাঁরা উদ্ধার করেছে।