
মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি:
ময়মনসিংহ-২ (ফুলপুর- তারাকান্দা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার শনিবার(২২ নভেম্বর) দুপুরে ফুলপুর শেরপুর রোড হাজী কমিউনিটি সেন্টারে স্থানীয় সাংবাদিকদের সাথে নানান বিষয় নিয়ে মতবিনিময় কালে এসব কথা বলেন দীর্ঘ ১৭ বছর অতিবাহিত হওয়ার পর সামনে নির্বাচন আসছে। নির্বাচনে ভোট দেওয়ার জন্য জনগণ উৎফুল্ল্য অবস্থা রয়েছে। আমাদের সবার প্রিয় নেতা আগামীর দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এখন আমাদের সময় এসেছে তাই আমাদের সবাইকে এগিয়ে নিয়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে।তিনি বলেন, দলের হাই কমান্ড থেকে তথ্য দেওয়া হয়েছে যে, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার সাফল্যের লক্ষ্যে আপনারা যৌথভাবে মাঠে কাজ করুন।কিন্তু তা না করে কিছু কুচুক্রি মহল বিভিন্ন ধরনের মন্তব্য এবং কৌশল অবলম্বন করছে, তিনি জনগণের উদ্দেশ্যে বলেন আপনারা কোন ধরনের গুজব ও মিথ্যার আশ্বাস কখনোই গ্রহণ করবেন না। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, যুগ্ন আহবায়ক এ.কে.এম সিরাজুল হক, পৌর বিএনপির আহবায়ক মোঃ আমিনুল হক, মোঃ রোকনুজ্জামান চেয়ারম্যান, মোঃ তোজাম্মেল হক রুবেল, সদস্য সচিবসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন।