কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় পিরোজপুরের কাউখালীতে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১ ডিসেম্বর) আছর বাদ পুরাতন কোর্ট বিল্ডিংয়ের সামনে উপজেলা বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ এর সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পিরোজপুর -২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মনজুর সুমন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম কিসমত, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারির অধ্যাপক হুমায়ুন কবির সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।এ সময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। তিনি দেশের মানুষকে আগলে রেখেছেন। এখন তিনি অসুস্থ। আমরা বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।