পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর জেলার নতুন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে বাংলাদেশ মানবাধিকার কমিশন পিরোজপুর জেলা শাখার উদ্যোগে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ে এ শুভেচ্ছা দেওয়া হয়।এসময় পুলিশ সুপার বলেন, পিরোজপুর জেলাকে শান্তিপূর্ণ ও আইনশৃঙ্খলার দৃষ্টান্তমূলক এলাকায় রূপ দিতে আমি বদ্ধপরিকর। মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং জনগণের আস্থা অর্জনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য সকলের সহযোগিতা নিয়ে দায়িত্ব পালন করতে চাই। মানবাধিকার কমিশনের মতো সংগঠনগুলো সমাজে সচেতনতা তৈরি ও মানবিক মূল্যবোধ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আগামীতে আআপনাদের সহযোগীতা নিয়ে একসাথে কাজ করতে চাই। এসময় উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশন পিরোজপুর জেলা শাখার সভাপতি গাজী ওমর ফারুক, সহ সভাপতি খালেদা আক্তার হেনা, সাধারন সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক কে এম মনিরুল আলম।