নিজস্ব প্রতিবেদক:
আজ মধ্যরাত বা কাল সকালে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। এজন্য কাতার থেকে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।এ জেড এম জাহিদ হোসেন বলেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও চীনের সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসকদের মাধ্যমে তৈরি মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত বেগম জিয়াকে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে মধ্যরাতে বা সকালের ভেতর লন্ডনে নেওয়া হবে। তার বর্তমান শারীরিক অবস্থার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকল প্রস্তুতি সম্পন্ন করে উনাকে দেশের বাইরে নেওয়া হবে।