নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ
লালনশাহ সেতু মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছে। আজ শুক্রবার(২৬/১২/২০২৫) রাত ৭টার দিকে উক্ত দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোটরসাইকেল চালক মোঃ সিয়াম শেখ(১৬), পিতা- হাবিবুর রহমান, সাং- বিজনগর, থানা- মিরপুর, জেলা কুষ্টিয়া এবং মোটরসাইকেল আরোহী আব্দুর রশিদ (১৬), একই এলাকার আব্দুল কুদ্দুসের পুত্র।প্রত্যক্ষদর্শী ও ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা যায়, ৭টার দিকে ভেড়ামারা থানাধীন বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ ক্যানেলপাড়া হাসপাতাল রোডে জনৈক হোসেন আলীর দোকানের সামনে পাকা রাস্তার উপর যাত্রী ছাউনি হতে ভেড়ামারা গামী মিনি ট্রাক (ঢাকা মেট্রো ন ১১-৭৭০৭) এবং ভেড়ামারা থেকে যাত্রী ছাউনিগামী মোটরসাইকেলের (রেজিস্ট্রেশন বিহীন কালো রংয়ের সুজুকি জিক্সার ১৫০ সিসি) মুখোমুখি সংঘর্ষ ঘটে। গুরুতর জখমপ্রাপ্ত অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল ভেড়ামারা থানা পুলিশের একটি টিম এবং অফিসার ইনচার্জ ভেড়ামারা থানা পরিদর্শন করেন। মিনি ট্রাক এবং মোটরসাইকেলটি ভেড়ামারা থানা পুলিশের হেফাজতে নেয়।ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহেদুর রহমান দুর্ঘটনার সত্যতা স্বীকার করে,জানান উক্ত মোটরসাইকেল এবং ঘাতক ট্র্যাকটিকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।