নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ। গত সোমবার (১৯ জানুয়ারি ২০২৬ ইংরেজি তারিখে) রাত ৮:৩০ মিনিটের সময় ভেড়ামারা উপজেলা চাঁদগ্রাম ইউনিয়নে বামনপাড়াই সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন।পদত্যাগকারী নেতা হলেন হাজী মোহাম্মদ গিয়াস উদ্দিন সোনা, পিতা মৃত মিনহাজ উদ্দিন শেখ,কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা চাঁদ গ্রাম ইউনিয়ন ৭ নং ওয়ার্ডে তার বাড়ি, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ভেড়ামারা উপজেলা শাখা সদস্য পদে ছিলেন।তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা শাখা সদস্য পদে হিসেবে দায়িত্ব পালন করে আসছিলো। তিনি তার বক্তব্যে উল্লেখ করে বলেন, ব্যক্তিগত কারণে তিনি স্বেচ্ছায়, স্বজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পদ-পদবি থেকে পদত্যাগ করছি। তিনি আরও বলেন, "আজ থেকে আমার সঙ্গে আওয়ামী লীগের কোন কার্যক্রম, কর্মসূচি, পদ পদবী সহ আর কোনো সম্পর্ক নেই।