কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বেলা এগারোটায় অভয়শ্রমে গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সন্ধ্যা নদীর তীরবর্তী লঞ্চঘাটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, প্রাণী সম্পদ কর্মকর্তা সোমা সরকার, সমবায় কর্মকর্তা অহিদুজ্জামান খান, কাউখালী থানার ইন্সপেক্টর তদন্ত ইবাদ আলী মোল্লা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, মৎস্যজীবি অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। আলোচনা শেষে পাঁচজন চাষীকে প্রত্যেককে পাঁচ কেজি করে মাছের পোনা পুরস্কার দেওয়া হয়। এছাড়া সন্ধ্যা নদীতে ৩০ কেজি রুই জাতীয় মাছ অবমুক্ত করা হয়।