প্রায় ৫০ জনের মতো যাত্রী নিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনাল এর কাছে একটি যাত্রীবাহী ওয়াটার বাস ডুবে গেছে রবিবার(১৬ জুলাই)রাত সোয়া ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে অভিযান শুরুর পর ইতোমধ্যেই চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জানা যায়,ওয়াটার বাসটি সূত্রাপুরের শ্যামবাজার থেকে নারায়ণগঞ্জের তেলঘাট যাচ্ছিল। পথিমধ্যে মাঝ নদীতে বলগেটের সাথে ধাক্কা লাগলে ওয়াটার বাসটি উল্টে যায়। কিছু যাত্রী সাঁতরে তীরে উঠলেও অনেক যাত্রী নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।