পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার গুয়ারেখা ইউনিয়নের উপ নির্বাচনে আ.লীগ দলীয় সমর্থীত প্রার্থী ফারজানা আক্তারের তিন কর্মীকে কুপিয়ে যখম ও বীর মুক্তিযোদ্ধার বীর নিবাস বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে সতন্ত্র প্রার্থী গাজী মিজানুর রহমানের ভাই ও তার সমর্থকদের বিরুদ্ধে। ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মধ্য পাটিকেল বাড়িতে ওই ঘটনা ঘটে। নৌকা প্রতীকের কর্মী আহত রাসেল মোল্লা জানায়, সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে সে সহ নৌকা প্রতীকের ৬ জন কর্মী পূর্ব পাটিকেলবাড়ি ভোট কেন্দ্রে যাবার পথে বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমানের বাড়ির কাছে পৌছুলে সতন্ত্র প্রার্থী গাজী মিজানুর রহমানের ভাই গাজী ফুলরাজ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা রিয়াজ হোসেন রাজুর নেতৃত্বে অন্তত ২৫ জন তাদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। হামলাকারীদের হাত থেকে রক্ষা পেতে ফারজানার কর্মীরা ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমানের বাসায় আশ্রয় নেয়। হামলাকারীরা সেখানে ঢুকে ফারজানা আক্তারের কর্মীদের কুপিয়ে এবং পিটিয়ে গুরতর জখম করে মেঝেতে ফেলে রাখে। এসময় হামলাকারীরা বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমানের বীর নিবাসে ব্যাপক ভাংচুর চালিয়ে আসবাবপত্র সহ ঘরের ক্ষতি সাধন করে ওই স্থান ত্যাগ করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। হামলায় গুরতর আহত ফারজানা আক্তারের কর্মী আলমগীর হোসেন (৪০), তাইজুল মোল্লা (৪৫) ও রাসেল মোল্লা (৩৫) মাথা সহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন। আহত আলমগীর হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ব্যাপারে নৌকা প্রতীকের প্রার্থী ফারজানা আক্তার অভিযোগ করেন নির্বাচনের পূর্ব রাত থেকেই তার কর্মীদের নানাভাবে হুমকি দিচ্ছে সতন্ত্র প্রার্থী গাজী মিজানুর রহমানের লোকজন। এরই ধারাবাহিকতায় ভোটকেন্দ্রে কর্মীশুন্য রাখতেই সকালে তার কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। এতে তার কর্মীরা ভোটকেন্দ্রে যেতে সাহস পাচ্ছেনা। অভিযোগের বিষয়ে জানার জন্য সতন্ত্র প্রার্থী গাজী মিজানুর রহমানের সাথে যোগাযোগের জন্য তার মোবাইল ফোনে একাধীকবার ফোন দিলে তিনি ফোন কেটে দেন । এ ব্যাপারে নেছারাবাদ থানার ওসি জাফর আহম্মেদ জানান এ ব্যাপারে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।