ঝালকাঠিতে গত শনিবার (২২ জুলাই) ঘটে যাওয়া ভয়াবহ যাত্রীবাহি বাস দুর্ঘটনার স্থান পরিদর্শন করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্প মন্ত্রী আমির হোসেন আমু এমপি মহোদয়। রবিবার সন্ধায় ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় দুর্ঘটনার স্থান পরিদর্শন করেন তিনি। পরে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা আহতদের দেখতে যান এমপি মহোদয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মোঃ শাহ আলম,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়মী লীগের সহ-সভাপতি খান আরিফুর রহমান, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি লিয়াকত আলী তালুকদারসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
উল্লেখ্য,গত শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় বাশার স্মৃতি পরিবহন নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পরে যায়। এতে ১৭ জন যাত্রীর মৃত্যু হয়। আহত হয় অন্তত ৩৫ জন।